গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পার্টি (এ) উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আমজেদ হোসেন হাওলাদারের লেখা ’কবিতা কথা বলে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার দুপুর ১টার দিকে স্থানীয় প্রেসক্লাব মিনায়তনে আনুষ্ঠানিক ভাবে বইটির মোড়ক উন্মেচন করেন দেশের বিশিষ্ট শিল্পপতি ফ্রেশ গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়র মো. তৌহীদুর রহমান সিআইপি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ইকোনমিস্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি সুলতান মাহমুদ, উপাধ্যক্ষ নূর বাহাদুর, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ প্রমূখ। এসময় বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ওয়াদুদুল ইসলাম, সাউথ এশিয়ান কলেজের পরিচালক মশিউর রহমান চমন সিআইপি, পরিচালক মিসেস জাকিয়া সুলতানা, ডাঃ জোয়ারদার হাফিজুল ইসলাম সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন পল্লী বিদ্যুত সমিতি কলাপাড়ার এজিএম আরিফুল হক শামীম এবং উপাধ্যক্ষ নূর বাহাদুর