দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নারী উন্নয়ন ফোরাম উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌর শহরে এ মাস্ক বিতরন করা হয়। তাদেও কর্মসূচী চলার সময় রাস্তায় যারা মাস্কবিহীন অবস্থায় ছিল তাদেরকে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন নারী নেত্রীরা।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সভাপতি শাহীনা পারভীন সীমা, সাধারন সম্পাদক মনোয়ারা বেগম, সহ-সভাপতি রুমা বেগম, কোষাধ্যক্ষ মর্জিনা বেগমসহ নারী নেত্রীরা এসময় উপস্থিত ছিলেন। তারা শীতে করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপকে প্রতিহত করতে উপজেলাবাসীসহ দেশের সকল জনগনকে সচেতন হয়ে সঠিক নিয়মে মাস্ক পরিধানের আহ্বান জানান।