কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্দোগে বুধবার শহরের নতুন বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশারেফ হোসেন আলোচনা সভা, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি’র সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন শাখার নেতাকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের ক্যাডারদের
হাতে নির্মম ভাবে নিহত পরিবারের সদস্যদের কাছে তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ইফতার পূর্ব দোয়া-মিলাদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি সহ দেশের মানুষের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।