দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আজ বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিস কার্যালয় সম্মুখে বি,সি,পি,সি,এল এর মোঃ শহীদ উল্যাহ ভূইয়া, ম্যানেজার (এইচআর এন্ড অ্যাডমিন) কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর হাতে ১৫০ ব্যাগ ত্রাণ হস্তান্তর করেন। তিনি আরও জানান, আমরা মোট ৫০০ জন গরীব ও দুঃস্থদেরকে এই সহায়ত পৌছে দেব। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নূর হাসান মাহমুদ, সহঃ ম্যানেজার (ফ্যাসিলিটি), শাহিন আলম (সহঃ প্রকৌশলী), শুভ্র দাস (সহঃ প্রকৌশলী) এবং হোসাইন মোহাম্মদ আরাফাত ( ইনস্ট্রাক্টর, বি,সি,টি,আই)।