গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় রফিকুল ইসলাম মৃধা (৫০) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৪ আগস্ট) রাতে শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা পৌর শহরের ফেরিঘাট এলাকার মৃধা মেশিনারী অ্যান্ড মবিল হাউজের মালিক।
মামলা সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ওই শিশুকে রফিকুল ইসলামের পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাড়িতে গৃহকর্মীর কাজে দেওয়া হয়। তিনতলা বাড়ির নিচ তলায় থাকতে দেওয়া ওই শিশু গৃহকর্মীকে। সোমবার (৯ আগষ্ট) রাতের খাবার শেষে কক্ষের ছিটকানি ভাঙা থাকায় দরজা চাপিয়ে ঘুমিয়ে পরে শিশুটি। রাত দেড়টার দিকে রফিকুল ইসলাম শিশু গৃহকর্মীর ঘরে প্রবেশ করে মুখ চেপে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মঙ্গলবার ১০ আগস্ট ওই শিশু অসুস্থতার কথা বলে নিজ বাড়িতে চলে যায় এবং রফিকুল ইসলামের বাড়িতে কাজে যাবে না বলে তার পরিবারকে জানায়। ওই শিশুর মা কাজে যেতে জোর করলে শনিবার (১৪ আগস্ট) ধর্ষণের ঘটনা জানায় সে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এসআই মাসুমকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।