দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : প্রায় শত বছরেও নির্মান হয়নি খেপুপাড়া সাব রেজিষ্টার আফিসের নিজস্ব ভবন। কলাপাড়া উপজেলা সদরে খেপুপাড়া সাব রেজিষ্ট্রী অফিসের নিজস্ব ভবন না থাকায় ৩০ বছর পূর্বের পরিত্যক্ত ঘোষিত জরাজীর্ণ ভাঙ্গা দালানে চলছে রেকর্ড সংরক্ষন ও নকল নবিসদের বালাম লেখার কাজ। বর্তমানে জরাজীর্ণ ভবনটি যে কোন সময় বিধ্বস্ত হয়ে অফিস ষ্টাফদের প্রান হানীসহ মূল্যবান রেকর্ডপত্র নষ্ট হওয়ার আশংকা রয়েছে। অপরদিকে ২ বছর পূর্বে উক্ত ভবনটির একাংশের ছাদ ধ্বসে পড়ায় জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সদর ইউনিয়ন ভুমি অফিসের ছোট ছোট ২টি টিনসেড কক্ষে সাব রেজিষ্টী অফিসের মূল কার্যক্রম দলিল রেজিষ্ট্রেশনের কাজ কোন মতে গাদাগাদি করে চলছে। বিষয়টি কর্তৃপক্ষ অবহিত থাকলেও দীর্ঘ দিনেও নিজস্ব ভবন নির্মানে বাস্তব কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ ব্যাপারে খেপুপাড়া সাব রেজিষ্ট্রার কাওছার আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি সকালের বার্তাকে জানান, অফিস ভবন নির্মানের জন্য ৪/৫ বছর পূর্বে ০-৩৩ শতক জমি বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু ভবন নির্মান না হওয়ায় ভূমি রেজিষ্ট্রেশন অফিসের কার্যক্রম পরিচালনায় নানা বিধ সমস্যায় পড়তে হচ্ছে। অফিস এরিয়ার কাছাকাছি কোন সুবিধাজনক ভবন ভাড়ায় পাওয়া গেলেও অফিস সুষ্ঠুভাবে পরিচালনায় সহজ হতো। উল্লেখ্য, খেপুপাড়া সাব রেজিষ্ট্রী অফিসটি ১৯২৪ সালে তৎকালীন বৃর্টিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ৯৪ বছরেও খেপুপাড়া সাব রেজিষ্ট্রী অফিসের নিজস্ব ভবন নির্মানে আজ পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। কখনও ভূমি অফিসের দয়ায় নির্ভর করে, কখনও কোর্ট ভবনের একাংশে আবার কখনও পুরাতন হাসপাতালের পরিত্যক্ত জরাজীর্ন ভবনে সাব রেজিষ্ট্রী অফিসের কাজ চলে আসছে। আর এতে করে জলোচ্ছাসসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে নষ্ট হয়ে গেছে মূল্যবান নথিপত্র। হুমকীর মুখে পড়তে হচ্ছে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জীবন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় জরুরী পদক্ষেপ এখন সময়ের দাবী।