দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, মোজাহারউদ্দিন বিশ্বাস  কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন, কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজর মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীদের দাবির মুখে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু মেনে নিয়েছেন। কয়েকটি কার্যকরও করা হয়েছে। এরপরও যেন শিক্ষার্থীরা কারও প্ররোচনায় রাস্তায় বেরিয়ে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনার সঙ্গে জড়িয়ে না পরেন তার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক থাকতে হবে। এলক্ষ্যে সচেতনতার কাজ করার জন্য সবাই সচেতন রয়েছেন বলেও ব্যক্ত করেন।