দিবাকর সরকার, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের মাঝে নিরাপত্তা উপকরণ (পিপিই) বিতরণ করছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদারের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় তার সহধর্মীনি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার উপস্থিত ছিলেন।
এমপি তার নিজ তহবিল থেকে করোন ভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের জন্য ১০০ পিস বিশেষ নিরাপত্তা পোষাক ও ১০০ পিস ফেইস মাস্ক প্রদান করা হয় বলে জানা গেছে।
এর আগে তিনি খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.