গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছার উদ্দীন আহমেদ টিপু গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাতে মহাসড়কের শেখ কামাল ব্রীজের নীলগঞ্জ অংশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর আহত সাংবাদিক টিপুকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা রাতে পরিবারের সদস্যদের নিয়ে অটো রিকশা যোগে ঘুরতে বের হন সাংবাদিক টিপু। মহাসড়কের শেখ কামাল ব্রীজের নীলগঞ্জ অংশ
থেকে মূল সেতুতে ওঠার সময় অটোর সামনে থেকে ছিটকে পড়েন তিনি। এসময় তার ডান হাতের কব্জি ভেঙ্গে যায়।
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক টিপুর আরোগ্য কামনায় সকলের দোয়া কামনা করেছেন কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।