পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত নারী মোসাঃ বুশরা (১৮) হাসপাতাল থেকে পালিয়েছে। বুধবার সে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিকেলে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। বৃহস্পতিবার ভোওে তাকে আর হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ লেনিন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, করোনা শনাক্ত হওয়া ওই মহিলা হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু না বলে চলে গেছেন। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। পৌর শহরের সিকদার সড়কে তার বাসা। স্বামীর নাম আব্দুল্লাহ।