দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৪’শ পিচ ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের অভিযানে কলাপাড়া পৌরশহরের অফিস মহল্লা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন রুনা বেগম (৩৭), ডলি (৩৮) ও মো. আমির হোসেন (৪০)। রুনা বেগমের কাছ থেকে ২০০ পিচ ও বাকি ২ জনের কাছ থেকে ১’শ পিচ করে ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া পটুয়াখালীর ইন্সপেক্টর মো. শাহজালাল ভূঁঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪’শ পিচ ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হবে।