দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া পায়রাবন্দর কর্তৃপক্ষের তত্বাবধানে করোনা সুরক্ষা মেনেই ইন্দোনেশিয়া থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি সিওস ট্রিনিটি নামের একটি বিশাল জাহাজ। সোমবার বাইশ হাজার দুইশত পঁচিশ টন কয়লা ভর্তি জাহাজটি জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে ২২ জন ইন্দোনেশিয়ান ক্র ু(নাবিক) রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকে জাহাজটি থেকে কয়লা আনলোড করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান। তিনি আরো জানান, ক্রেনের মাধ্যমে জাহাজের কয়লা খালাস করা হচ্ছে। ইন্দোনেশিয়ান কোন (ক্রু) নাবিককে জাহাজের নিচে নামতে দেয়া হয়নি। বুবধার জাহাজের সব কয়লা খালাস হলে আবার ফিরে যাবে নিজ দেশে।