কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে মার্ক কার্নি নেতৃত্বাধীন লিবারেল পার্টি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, কানাডার হাউস অব কমন্সের জন্য মোট নির্বাচনী আসনের সংখ্যা ৩৪৩টি। এর মধ্যে কোনো দল যদি ১৭২টি আসনে জয় পায় তাহলে তারা হাউস কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পায়। এক্ষেত্রে ছোট ছোট দলগুলোর সমর্থন ছাড়াই তারা দেশ শাসনের সুযোগ পায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এখনও ভোট গণনা শেষ হয়নি। তবে বুথ ফেরত ফলাফল থেকে জানা গেছে- লিবারেলরা ১৬১টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কনজারভেটিভরা পেয়েছে ১৫০টি আসন।
জরিপকারী সংস্থা অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শচি কুর্ল রয়টার্সকে বলেছেন, লিবারেলদের জয়ের পেছনে তিনটি বিষয় কাজ করেছে। সেগুলো হচ্ছে বিরোধী কনজারভেটিভ দল, ট্রাম্পের শুল্ক এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ট্রুডোর সরে যাওয়া। এসব কারণেই অনেক বামপন্থী ও ঐতিহ্যবাহী উদারপন্থী ভোটারদের দলে ধরে রাখতে পেরেছে লিবারেলরা। তবে এর মধ্যে সবচেয়ে কার্যকরী বিষয় ছিল দিন দিন অজনপ্রিয় হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগ।