আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি ছোট বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার (১৫ জুন) ম্যানিটোবা প্রদেশের কারবেরি শহরের কাছে দুটি প্রধান সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রব হিল বলেন, ‘আমরা নিশ্চিত হতে পেরেছি, এই সংঘর্ষের ফলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।’
রব হিল সংবাদ সম্মেলনে বলেন, ‘দুঃখজনকভাবে ম্যানিটোবা, এমনকি কানাডাজুড়ে (আজ) এমন একটি দিন, যা ট্র্যাজেডি ও অত্যন্ত দুঃখের দিন হিসেবে স্মরণ করা হবে।’
বাসটিতে প্রায় ২৫ জন ছিলেন। ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, উভয় গাড়ির চালক জীবিত। দুর্ঘটনার জন্য কে দায়ী, তা বলতে অস্বীকার করেছে তারা।
টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘যারা আজ প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আহতরা আমার ভাবনায় আছেন। তারা যে ব্যথা অনুভব করছেন, তা আমি কল্পনা করতে পারছি না।’