দর্পণ ডেস্ক : রোববার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘নৌকায় ভোট দিয়ে কামালের এ ষড়যন্ত্র রুখে দিতে হবে’।
তিনি আরো বলেন, ‘ডা. কামাল হোসেন খামোশ বলেছে। খামোশ উর্দু শব্দ। এটি পাকিস্তানের ভাষা। ডা. কামাল হোসেন কী তা খামোশ বলেই প্রমান দিয়েছে তিনি। ঐক্য ফ্রন্টের নামে ষড়যন্ত্র ফ্রন্ট করে তারা নির্বাচন বানচাল করতে চায়। তিনি বিএনপি-জামায়াকে সাথে নিয়ে ষড়যন্ত্রে মেতেছেন’।
এ জনসভায় বক্তব্য দেন সাবেক পিপি অ্যাডভোকেট. গোলাম মেহেদী খানের সভাপতিত্বে জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি শরীফ আশরাফ আলী সহ আরও অনেকে।