এর আগে, শনিবার গভীর রাতে উপজেলার বল্লভপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মুজিবনগরের বল্লভপুর গ্রামের সামিয়েল মণ্ডলের ছেলে খোকন মণ্ডল ও একই গ্রামের বিভুদান মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল।
ওসি মেহেদী রাসেল জানান, দীর্ঘদিন ধরে এক তরুণীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন খোকন ও সবুজ। এতে রাজি না হওয়ায় গত বছরের ২১ ডিসেম্বর রাত ৯টার দিকে তরুণীকে সবুজের ঘরে ডেকে নেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন খোকন। এছাড়া ধর্ষণের দৃশ্যটি গোপনে ভিডিও ধারণ করেন সবুজ। ঘটনার প্রায় ছয় মাস পর ৬ জুন দুপুরে সেই আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন তারা।
পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুজিবনগর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এরপর অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।