গোফরান পলাশ, পটুয়াখালী: কুয়াকাটার আবাসিক হোটেলে পর্যটকের কাছ থেকে দেড়
লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে মহিপুর থানায় মামলা দায়ের
করা হয়েছে। কুয়াকাটার আবাসিক হোটেল আল-মামুনের ৪০৪ নম্বর কক্ষে
অবস্থানকালে এক পর্যটকের কাছ থেকে এ টাকা ছিনিয়ে নেয়া হয়। পুলিশ এ ঘটনায়
সন্ত্রাসী হৃদয় কে আটক করেছে।
মামলার বিবরন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টায়
কলাপাড়ার পশ্চিম সোনাতলা গ্রামের ছগির মিয়ার অষ্টম শ্রেণির পড়ুয়া মেয়ে
মোসাম্মৎ সনিয়া তার বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় ভ্রমণে যায়। পরিবারের
অজান্তে ঘর থেকে সনিয়া দেড় লাখ টাকা নিয়ে যায়। সেখানে তাঁরা আবাসিক হোটেল
আল মামুনের একটি কক্ষে অবস্থান নেয়। সৈকতপাড়ে ঘোরাঘুরি শেষে দুপুরে ফের
হোটেল কক্ষে ফিরে আসলে চরচাপলীর সন্ত্রাসী সাগর মৃধা ওরফে নবুয়ত ও
সন্ত্রাসী হৃদয় সহ আসামিরা কক্ষে প্রবেশ করে। এক পর্যায় ভয় দেখিয়ে
সনিয়ার ব্যাগে থাকা দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা নেয়ার সঙ্গে সঙ্গে
স্থানীয়রা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করলে একজন অফিসার আসলেও তারা কোন
সহায়তা করেনি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন সাংবাদিকও সেখানে গিয়ে
জড়ো হয়। কিন্তু সনিয়াকে কেউ যথাযথ সহায়তা করেনি বলে পরিবারের অভিযোগ।
এরপর বিষয়টি নিয়ে ওই দিন বিকেল থেকে সনিয়ার বাবাসহ স্বজনরা কলাপাড়া ও
মহিপুর থানায় দৌড়ঝাপ করতে থাকেন। পরে মঙ্গলবার মহিপুর থানায় মামলা করা
হয়।
মহিপুর থানার ওসি সোহেল আহাম্মদ জানান, মামলার এক আসাসীকে গ্রেফতার করা
হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।