গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: কুয়াকাটায় ৪৪পিস ইয়াবাসহ মোঃ আরিফ খান (৩৬) এবং মোঃ তানভির হোসেন সোহাগ (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার আবাসিক হোটেল সৈক থেকে এদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বাড়ি পটুয়াখালী সদর থানার মৌকরন গ্রামে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল সৈকতের বি-১ কক্ষ থেকে ৪৪ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরিফ ও সোহাগকে আটক করা হয়।  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা মহিপুর থানায় হয়েছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন , গোপন সংবাদের ভিক্তিতে
আসামিদের ৪৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।