গোফরান পলাশ, পটুয়াখালী: পর্যটন নগরী  কুয়াকাটায় আবাসিক হোেটেল যমুনা
থেকে ৬ পতিতাকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এস আই বেল্লালের
নেতৃত্বে শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময় অভিযান চালিয়ে এদের আটক করা
হয়।  এসময় পতিতা ব্যবসার মুল হোতা সাইফুল ইসলাম পুলিশের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যায়।  সাইফুল এর আগেও পতিতা ব্যবসার জন্য  পুলিশের হাতে আটক
হয়ে জেল খাটে।  তার বিরুদ্ধে ধর্ষনের মামলা রয়েছ বলে পুলিশ সূত্রে জানা
যায়।

এস আই বেল্লাল জানান, সাবেক লাকি হোটেল নাম পরিবর্তন করে যমুনা হোেটেল
নাম দিয়ে দীর্ঘদিন যাবত পতিতা ব্যবসা চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল আহম্মেদ জানান, পতিতা ব্যবসার
নামে পর্যটনের পরিবেশ নষ্ট হতে দেয়া যাবেনা।  যেসকল আবাসিকে হোটেল পতিতা
ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।