দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটায় ৫৩০ জেলের মাঝে স্বচ্ছ প্রক্রিয়ায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এবং মঙ্গলবার সকালে দু’দফায় কুয়াকাটার পৌর শহরের এসব বাসিন্দা জেলেদের মাঝে এ চাল বিতরন করা হয়েছে। বিতরনের সংশ্লিস্ট তদারকি কর্মকর্তা কলাপাড়া উপজেলা দারিদ্র বিমোচন অফিসার সৈয়দ খালিদ আহম্মেদ’র উপস্থিতিতে জেলে প্রতি ৮০ কেজি করে ৯টি ওয়ার্ডে বাসিন্দা জেলেদের মধ্যে এ চাল বিতরণ করা হয়েছে।

এসময় কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লাসহ পৌর প্যানেল মেয়র পান্না হাওলাদার, শাহ আলম হাওলাদার, কাউন্সিলর তানভীর জাহান মন্টু, তোফায়েল আহম্মেদ তপুসহ সংশ্লিস্ট সকল ওয়াডর্’র কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এদিকে করোনা ভাইরাসের মহামারির সময় সঠিক ওজনে ভিজিএফ’র এ চাল পেয়ে জেলেরা খুবই খুশি হয়েছে।

কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌর এলাকায় কার্ডধারী প্রায় দেড় হাজার জেলে রয়েছে। এদের মধ্য থেকে বাছাই করে ৫৩০ জন দুস্থ: ও অসহায় জেলের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। করোনার প্রার্দুভাব দুরীকরনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব চাল বিতরন করতে গিয়ে প্রথম দিনে ৫০৮ জন জেলে এবং দ্বিতীয় দিনে ২২ জেলের মাঝে চাল বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, কার্ডধারী ছাড়াও অনেক জেলে রয়েছে। এসব জেলেদের নতুন করে ভিজিএফ’র আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের এখনই জরুরী উদ্যোগ নেয়া উচিত।