তাদের কাছ থেকে প্রচুর প্রাপ্তি আমার। একইভাবে প্রতিদানে আমিও কিছু দিয়েছি তাদের। আমি পড়েছি, ভ্রমণ করেছি, চিন্তা করেছি এবং লিখেছি…..
মোটের ওপর এই সুন্দর গ্রহে আমি একজন সংবেদনশীল মানুষ ও চিন্তাশীল প্রাণী। এই গ্রহ আমার জন্যে একটি বিশাল অনুগ্রহ এবং এডভেঞ্চারের জায়গা।”
(Dr. Oliver Sacks একজন বিখ্যাত নিউরোলজিস্ট এবং লেখক। ৮২ বছর বয়সে ২০১৫ সালে তিনি টার্মিনাল ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন এবং ২০২২ সনের ৫ জুলাই তারিখে মৃত্যুবরণ করেন। ২০১৯ সালে তার লেখা বইয়ের ওপরে ভিত্তি করে Oliver Sacks: His Own Life নামে মুভি তৈরি করা হয়।)