রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সিনেট ভবনে ‘বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মূখ্য আলোচক বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান।

তিনি আরো বলেন, আইসিটি ব্যবহারের মাধ্যমে কৃষি বাজারজাতকরণ ও তথ্য আদান-প্রদান বাড়াতে হবে। কৃষি অবকাঠামো ও অনলাইনে কৃষি বাজারজাতকরণ বাড়াতে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। সরিষা চাষ উৎসাহিত করতে আলাদা প্রণোদনা রাখতে হবে। কৃষিতে নবায়নযোগ্য শক্তি ও জৈব সারের ব্যবহার উৎসাহিত করতে আলাদা প্রকল্প দরকার। কৃষি যান্ত্রিককরণে দেয়া প্রণোদনাগুলো অব্যাহত রাখতে হবে। অনানুষ্ঠানিক উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ভিত্তিক উদ্যোগের জন্য ‘ইনোভেশন ফান্ড’ গঠন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর আরো বলেন, আয় বুঝে ব্যয় করার সংস্কৃতি চালু করতে হবে। ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে গতানুগতিক ধারায় সরকারি ব্যয় না করে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। মূল্যস্ফীতির কারণে বিপাকে পড়া মানুষকে সুরক্ষা দিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ও বিচক্ষণতার সাথে করতে হবে। চাহিদা নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়ানো উভয় দিকেই নীতি-মনোযোগ সক্রিয় রাখতে হবে।

অধ্যাপক আতিউর রহমান আরো বলেন, বিশ্ব সঙ্কটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। পণ্য আমদানির ব্যয় বেড়ে গেছে। আগের বছরের তুলনায় রপ্তানি এখন পর্যন্ত বর্ধিষ্ণু থাকলেও বৈশ্বিক মন্দার কারণে ঝুঁকি তৈরি হয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধির আশংকাও দেখা যাচ্ছে। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে তুলনামূলক কম আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। একদিকে আমদানি কমানোর চাপ রয়েছে, অন্যদিকে পুনরুদ্ধার বেগবান রাখাও দরকার। বর্তমানে আমাদের মাসিক বাণিজ্য ঘাটতি ২.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। যদিও রেমিট্যান্স কিছুটা বাণিজ্য ঘাটতি সামাল দিচ্ছে। তারপরও মাসিক নিট বাণিজ্য ঘাটতি ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবায়দুর রহমান প্রামাণিক। সেমিনারে সভাপতিত্ব করেন প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল- ইসলাম।