ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা চিতাখলা এলাকায় শুক্রবার গভীর রাতে দুই দল ডাকাতের মধ্যে বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, শুভাঢ্যা ইউনিয়নের চিতাখলা এলাকায় দুই দল ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা হয়। এ সময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ উদ্ধার করি। তার পরিচয় পাওয়া যায়নি।