দর্পণ ডেস্ক : দেবী পূজায় অর্ঘ্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। এক এক রকমের অর্ঘ্যে মিশে থাকে এক এক প্রকারের মনস্কামনা। এখানে আলোচিত হল দুর্গা পুজোর অর্ঘ্যের প্রকার ও তার ফল :
১. সম্ভব হলে ১০৮টি দূর্বা, ১০৮ আতপ চাল ও ১০৮ যবসমন্বিত করে আলতা পাতা ও লালসুতো দিয়ে বেঁধে একটি অর্ঘ্য দেবীকে দান করলে সব দুঃখ নাশ হয়।
২. সামর্থ্য থাকলে দেবীকে বস্ত্র দান করুন। বস্ত্র প্রদানে সর্বপ্রকার সিদ্ধি লাভ হয়। তাছাড়া, সিঁদুর ও আলতা অবশ্যই পুজোতে দেবেন।
৩. একটি লাল পদ্ম, জবার মালা অবশ্যই থাকা উচিত। দেবীর পুজোয় পুষ্প প্রদান করলে দেবী সুখভোগ্য সামগ্রী দান করেন।
৪. পুজোর সামগ্রীতে অবশ্যই ৮টি বিল্বপত্র রাখুন। দেবীকে বিল্বপত্র প্রদান করলে আয়ু, বল ও যশোবৃদ্ধি হয়।
৫. ধূপ সর্বদা দেবীর প্রীতিবর্ধক হয়। তাই সুগন্ধী ধূপ অবশ্যই থাকা উচিত।
৬. ১টি মোমবাতি। দীপ দানের দ্বারা দেবীর পুজো করলে দেবীর সন্তুষ্টি লাভ হয়।
৭. নৈবেদ্য অবশ্যই দিতে হবে। কমপক্ষে সন্দেশ অথবা বাতাসা। সামর্থ্য থাকলে ৫টি ফল। নৈবেদ্য দ্বারা সকল প্রকার সিদ্ধি লাভ হয়। নৈবেদ্য দ্বারা অমৃত লাভ হয়।
৮. পুজোর ফলপ্রাপ্তির জন্য কমপক্ষে ষোল আনা দক্ষিণা দিন।