অনলাইন ডেস্ক : এবারের ঈদে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’ ছবিটি দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। ছবিতে সিয়াম ও পূজা চেরির অভিনয় দর্শক প্রশংসিত হয়েছে। একই নির্মাতা এই জুটিকে নিয়ে কোরবানির ঈদের জন্য বর্তমানে ‘দহন’ নামে নতুন ছবির কাজ করছেন। নির্মাতা রায়হান রাফি তার দ্বিতীয় ছবি ‘দহন’-এর শুটিং শুরু করেছেন ঈদুল ফিতরের কয়েকদিন আগে। তিনি জানান, কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ‘দহন’ টিম। আমার প্রযোজক আবদুল আজিজ ভাইও চান ছবিটি কোরবানির ঈদে আসুক।
আমরা সেভাবেই ছবির কাজ এগিয়ে নিচ্ছি। ‘দহন’ ছবিতে সিয়াম ও পূজার বাইরে জাকিয়া বারী মম অভিনয় করছেন। তাকে একটি ব্যতিক্রমী চরিত্রে দর্শকরা দেখতে পাবেন বলে জানা যায়। সব ঠিক থাকলে সামনের মাসে এ ছবির শুটিং শেষ হবে। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.