দর্পণ ডেস্ক : অপেক্ষার প্রহর ঘনিয়ে অভিনেত্রী আনুশকা শর্মার কোলজুড়ে এসেছে সন্তান। কন্যা সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর জানিয়েছেন আনুশকার স্বামী বিরাট কোহলি। সেই সাথে এই ক্রিকেট তারকা আরও জানান, মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে দুই অঙ্গনের এই দুই তারকার মধ্যে প্রেমের সখ্যতা গড়ে উঠে। এরপর ৪ বছর প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। এটি ছিল ২০১৭ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.