পোশাক শিল্পে পণ্যের মান দিয়ে ফ্যাশন রিটেইল ব্যবসায় জনপ্রিয় নাম ‘ক্যাটস আই’। হাউসটির যাত্রা শুরু হয়েছিল আশি দশকের প্রথম দিকে। ফেস্টিভ টু স্ট্রিট ফ্যাশন নিয়ে কাজ করা ক্যাটস আই, এবার পা রাখলো চল্লিশে।
দীর্ঘপথচলায় বদলে গেছে পোশাকের ঢং বা রং, বদলিয়েছে পোশাকের ব্র্যান্ড ক্যাটস আইও। উন্নত টেইলরিং, প্যাটার্ন বৈচিত্র্যে সমকালীন ফ্যাশন ট্রেন্ড-সব কিছুতেই থেকেছে মুন্সিয়ানার ছাপ। এবার ব্র্যান্ডটির ৪০ বছর পূর্তিতে বছরজুড়েই থাকবে বিভিন্ন অফার।
শুরুতেই ক্রেতারা পাচ্ছেন যেকোনো পোশাকে ৪ দিনের জন্য ৪০ শতাংশ মূল্যছাড় সুবিধা। সকল শোরুমে ক্যাটস আইয়ের ৪০ বছর পূর্তি ছাড় উৎসব চলছে ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই প্রতিনিয়তই সময়কে ধারণ করে ফ্যাশন ট্রেন্ডের পরিবর্তন নিয়ে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসআইএস