এরই মধ্যে সিনেমার অধিকাংশ শুটিংও শেষ হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। আর মাত্র চারদিনের শুটিং বাকি।
গাজী জাহাঙ্গীর বলেন, করোনাসহ বিভিন্ন কারণে এতদিনে কাজটি শেষ করতে পারিনি। তবে খুব শিগগিরই এর দৃশ্যধারণ শেষ করে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাচ্ছি।
এদিকে মাহিয়া মাহি বিয়ে করে সংসার ও ব্যবসায় মন দিয়েছেন। নতুন সিনেমায় খুব একটা তাকে দেখা যায় না। বাপ্পি-মাহি একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। ফলে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে।
সিনেমায় আরো অভিনয় করছেন তানিন সুবহা, কাজী হায়াৎ, ডিজে সোহেল, কাবিলা প্রমুখ। পরিচালনার পাশপাশি সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গাজী জাহাঙ্গীর।