অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচ দুর্বৃত্তকে শনাক্ত করেছে নির্যাতিত কিশোরী। তার এবং আটককৃতদের স্বীকারোক্তিতে পুলিশ আরও তিন অপরাধীকে খুঁজছে। এর মধ্যে শনাক্তকৃত পাঁচ দুর্বৃত্তকে আদালতে তুলে প্রত্যেকের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

তারা হলো খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ গঞ্জপাড়ার আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হোসেন, আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন, সামসুল হকের ছেলে সাফায়াত হোসেন বাবু, জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম অন্তর এবং নরসিংদীর হাজীপুরের বাসিন্দা ইস্রাফিলের ছেলে রুবেল হোসেন।

জেলা শহরে দিনদুপুরে সংঘটিত রোমহর্ষক এই ঘটনায় নির্যাতিত কিশোরীর পরিবারটি অসহায় হয়ে পড়েছে। দিনমজুর মা-বাবার স্কুলপড়ূয়া সন্তানের এমন দুর্বিষহ পরিস্থিতি তারা কল্পনাও করেননি বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে কিশোরী ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।

মিছিলটি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়। এরপর জেলা পরিষদ ও রেড স্কয়ার হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারের এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ডিওয়াইএফের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এইচডব্লিউএফ নেত্রী এন্টি চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা এবং পিসিপি খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

এর আগে সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি অপূর্ব ত্রিপুরা, সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ ত্রিপুরা, মারমা স্টুডেন্টস ফোরামের মাপ্রু মারমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাপলা ত্রিপুরা প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র জেলা পরিষদ পার্কে ১০ম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়।