দর্পণ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে এ ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বাংলাদেশের যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তিনি তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিদেশে পাঠাতে পারেন। বিদেশ থেকে চিকিৎসকও আনতে পারেন। কিন্তু যেহেতু তিনি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাই বর্তমান অবস্থায় তার বিদেশ যাওয়ার সুযোগ নেই।
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আইনের মধ্য দিয়ে তাকে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ড. মোমেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যে কোনো স্থানে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে পারেন। তিনি চাইলে বিদেশ থেকে চিকিৎসক আনিয়ে চিকিৎসা করাতে পারেন। তাকে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেয়া আছে। মোমেন বলেন,তিনি চাইলে চিকিৎসাপত্র বিদেশি ডাক্তারদের দ্বারা দেখিয়ে চিকিৎসা নিতে পারেন। তবে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে আইনের মধ্য দিয়ে যেতে হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.