বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া অসুস্থ নন, তিনি সম্পূর্ণ সুস্থ। যদি তিনি অসুস্থ হতেন তাহলে বঙ্গবন্ধু মেডিক্যাল ও সিএমএইচ হাসপাতালে ভর্তি হবেন না কেন? তিনি বিদেশে যাওয়ার জন্য পাঁয়তারা করছেন।

আজ রবিবার ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়ন আাওয়ামী লীগ কতৃক আয়োজিত এক কর্মী সভাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখন আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ। কারণ তিনি যদি অসুস্থ হতেন, তাহলে একটা বিশেষায়িত হাসপাতাল বিএমএমএসইউতে কেনো তার চিটিৎসা নিতে অনাগ্রহ? এছাড়াও সেনাবহিনীর সিএমএইচ হাসপাতাল একটা চমৎকার হাসপাতাল, বিখ্যাত হাসপাতাল। এখানে রাষ্ট্রপতি অসুস্থ হলে চিকিৎসা নেন, প্রধানমন্ত্রী চিকিৎসা নেন, সেনা প্রধানরা এখানে চিকিৎসা নেন। উনি ওখানেও চিকিৎসা নেবেন না। তার মানে তিনি যদি অসুস্থ হতেন তাহলে চিকিৎসা নিতে যেতেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হাসপাতালে গিয়ে যদি তার চিকিৎসার ব্যত্যয় ঘটতো বা চিকিৎসা করা না যেতো তাহলে অন্য কোনো হাসপাতালের প্রশ্ন উঠতো। কিন্তু একটা হাসপাতালের কেনো? এর একটা কারণ আছে, হয়তোবা ওই হাসপাতালে এমন কোনো ডাক্তার আছেন তিনি বলে দিবেন যে তার বিদেশ ছাড়া তার চিকিৎসা হবে না। সুতরাং তাকে বিদেশ নেওয়ার জন্য এটা একটা পাঁয়তারার হচ্ছে।