নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান বাংলাদেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ সোমবার (১৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন গয়েশ্বর। গত ১৪ মে তারুণ্যের সমাবেশে থেকে ফেরার পথে চট্টগ্রামে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে নির্যাতন এবং তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বন্ধুত্ব চাই। একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের বন্ধুত্ব থাকবে। কিন্তু, এই সরকার তো বন্ধুত্বে বিশ্বাস করে না। পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে, প্রতিবেশীর সঙ্গে তাদের বন্ধুত্ব স্বামী-স্ত্রীর মতো। স্বামী-স্ত্রী ও বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এক নয়। সুতরাং, আমরাও ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব আমাদের দরকার। প্রভুত্ব বা স্বামী-স্ত্রীর মর্যাদা দেওয়া সেই বন্ধুত্ব কাম্য নয়।’