নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন৷

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রওশন এরশাদ গণভবনে প্রবেশ করেন বলে গণমাধ্যমকে জানান তার মুখপাত্র কাজী মামুনুর রশিদ৷ তিনিও রওশন এরশাদের সঙ্গে রয়েছেন৷

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতে উপস্থিত আছেন রওশনপুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ), বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে রওশন এরশাদ এবার নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তার সঙ্গে তার ছেলে সাদ এরশাদও এবার দলের মনোনয়ন পাননি৷

তাছাড়া, জাপা থেকে বহিস্কৃত অনেক নেতা রওশন শিবিরে ভিড়েছেন৷ দলের মনোনয়ন প্রক্রিয়া শুরু হলে তারা বিভিন্ন কর্মকাণ্ডে দলে অস্থিরতা তৈরি করেন৷ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তারা রওশন এরশাদকে ভরসা করেন৷ রওশন এরশাদও তার অনুসারী সংসদ সদস্যদের মাধ্যমে নানামুখী তৎপরতা চালান৷ তবে শেষ পর্যন্ত রাজনীতির মারপ্যাঁচে তিনি জি এম কাদেরের কাছে হেরে যান৷

পরে নিজের অনুসারী নেতাদের মনোনয়ন না দেওয়ার কারণ উল্লেখ করে তিনি জাপার প্রার্থী হতে অস্বীকৃতি জানান৷

জাপার অন্যতম প্রতিষ্ঠাতা রওশন এরশাদ সরে যাওয়ায় জি এম কাদেরের নির্বাচনী শিবিরে স্বস্তি ফিরে আসে৷ তবে মঙ্গলবার দুপুরে রওশন এরশাদ কী উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, তা নিয়ে দলে ফের উত্তেজনা তৈরি হলো৷

এ প্রসঙ্গে আজ দুপুরে দলের বনানী কার্যালয়ে আসা নেতাকর্মীরা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন৷ তবে চুন্নু এ বিষয়ে অবগত নন বলে নেতাকর্মীদের জানান৷