পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাসী হামলায় পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার বিকেলে গলাচিপা পৌর এলাকার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রীর পরিবার সূত্র জানায়, গলাচিপা পৌর এলাকার শ্যামলীবাগের সন্ত্রাসী বেল্লাল ও তার ২/৩ জন সহযোগী বিনা অনুমতিতে একই এলাকার জালাল মৃধার বাসার পেয়ারা খায়। এনিয়ে জালাল মৃধার মেয়ে ও পটুয়াখালী সরকারি বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সাদেকুর নাহার বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে। এতে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে প্রথমে তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।