অনলাইন ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে শ্লীলতাহানীর চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রবিবার (১৫জুলাই) দুপুরে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১৬জুলাই) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্কুল কর্তৃপক্ষ।
ভিকটিম ছাত্রীর পরিবার ও স্কুল কর্তৃপক্ষ জানায়, উপজেলার পানপট্টি গ্রামদ্দন গ্রামের পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তুলাতলি গ্রামের কানাই কাপালির বাড়ির কাছে এলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল চৌকিদারের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী দেশী অস্ত্র প্রদর্শন করে অপহরণ করে তাকে পাশের নির্জন পুকুর পাড়ে ঝোপের আড়ালে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা মোবাইল ফোনে ওই ছাত্রীর অশ্লিল ছবি তোলে। এক পর্যায় ওই ছাত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষকে জানালে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ মিলে
ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এরপর সোমবার দুপুরে ওই সন্ত্রাসীরা স্কুলে এসে থানায় অভিযোগ যাতে না দেয়া এজন্য প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের হুমকি দিলে উত্তেজিত ছাত্র-ছাত্রীরা সন্ত্রাসী রুবেল চৌকিদার, ইব্রাহিম ও ইমরানকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
গলাচিপা থানার ওসি (তদন্ত) মো: সাইদুল ইসলাম জানান, ’পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। আমরা ভিকটিমের ডাক্তারী পরীক্ষার উদ্দোগ নিয়েছি।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত গলাচিপা থানায় একটি ধর্ষন মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.