গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় যৌতুক না দেওয়ায় স্ত্রী
রিপা বেগম (১৮)’র ওপর নির্মম নির্যাতন করে তাকে বাবার বাড়ীতে প্রেরন
করেছেন পাষন্ড স্বামী নূর হোসেন হাওলাদার। উপজেলার গলাচিপা ইউনিয়নের
পক্ষিয়া গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।

ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের দেলোয়ার
দেওয়ানের মেয়ে রিপা বেগম’র সাথে গলাচিপা ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ইউসুফ
হাওলাদারের ছেলে নূর হোসেন হাওলাদার’র সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় দেড়
বছর আগে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করে নূর হোসেন।

ভিকটিম গৃহবধূ রিপা বেগম জানান, ’বিবাহের পর বাবার কাছ থেকে ৫০ হাজার
টাকা এনে স্বামীকে দেই। এরপর কোরবানি উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল
কেনার জন্য টাকা চাইতে বলে নূর হোসেন। কিন্তু আমি বাবার কাছে টাকা না
চাওয়ায় আমাকে নির্মম নির্যাতন করে নূর হোসেন। এক পর্যায় অসুস্থ্য হয়ে
পড়লে এলকাবাসী আমার মা বাবাকে খবর দেয়।’

এ বিষয়ে ভিকটিম গৃহবধূ রিপার বাবা দেলোয়ার দেওয়ান সাংবাদিকদের জানান,
’আমার মেয়েকে আমি দেড় বছর আগে বিয়ে দেই। কিন্তু রিপার স্বামী নূরহোসেন
যৌতুকের জন্য আমার আদরের মেয়েকে মারধর করে। ওই এলাকার লোকজন আমাকে খবর
দিলে আমার মেয়েকে নিয়ে আসি।’

এ বিষয়ে গলাচিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন,
’বিষয়টি আমি শুনেছি। দু’পক্ষকে আমার পরিষদে ডেকে মিমাংসার ব্যবস্থা
করবো।’