আন্তর্জাতিক ডেস্ক:
হামাসের সঙ্গে যুদ্ধে গাজার খান ইউনিসে ইসরায়েলি ট্যাংক আরও পশ্চিমের দিকে এগিয়েছে গতকাল সোমবার। আন্তর্জাতিক মহলে উদ্বেগ, যুদ্ধবিরতির আহ্বান এবং সমালোচনা সত্ত্বেও যুদ্ধ থামার বা বিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তবে প্রচেষ্টা থেমে নেই। ফিলিস্তিনি অধিকার কর্মী ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে সোমবার বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা বলেন, ‘সময় হয়েছে– বিশ্বব্যাপী ধর্মঘট করার।’ তবে বৈশ্বিকভাবে এ প্রচেষ্টা সফল হবে কি না বা ইসরায়েলের যুদ্ধের পরিকল্পনার ওপর কোনো প্রভাব পড়ব কি না, সে বিষয়গুলো এখনো অস্পষ্টই রয়ে গেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির দাবির এক খসড়া প্রস্তাব নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। গত রবিবার এ বিষয়ে জানান কূটনীতিকরা।
এর আগে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। সে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল নিরাপত্তার পরিষদের ১৩ সদস্য রাষ্ট্র, ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য।