অনলাইন ডেস্ক : ইভিএম মেশিনগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই ইভিএম কেন্দ্রে ফল ঘোষণা করা হয়েছে। দুই কেন্দ্র মিলিয়ে ভোট ভোটার ৪০০৪ জন। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকাপ্রতীকে পড়েছে ১২৬৫ এবং বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের ধানের শীষে পড়েছে ৫০৮ ভোট। কেন্দ্র দুটি হলো— বিলাসমনি বালক উচ্চবিদ্যালয় উত্তর পাশের এক নম্বর ভবন, (১৯১ নম্বর, পুরষ কেন্দ্র) ও রানী বিলাসমনি বালক উচ্চবিদ্যালয় দুই নম্বর ভবন (১৯২ নম্বর মহিলা কেন্দ্র)।প্রিজাইডিং অফিসার সেলিম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রিজাইডিং অফিসার জানান, ১৮ নম্বর ওয়ার্ডের রানী বিলাসমনি বালক উচ্চবিদ্যালয় উত্তর পাশের এক নম্বর ভবন, (১৯১ নম্বর, পুরষ কেন্দ্র) ইভিএম কেন্দ্রের ভোট গণনার ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ১৯২৭। এতে নৌকা প্রতীকে পড়েছে ৬৫৫, ধানের শীষে ২৯৬, কাচি ২৫, মিনার ৬, টেবিল গড়ি ৮, মোমবাতি ২০৭ ও হাতপাখা প্রতীকে ২৪ ভোট পড়েছে। এছাড়া, রানী বিলাসমনি বালক উচ্চবিদ্যালয় দুই নম্বর ভবনে (১৯২ নম্বর মহিলা কেন্দ্র) মোট ভোটার ২০৭৭। এই কেন্দ্রে নৌকা প্রতীকে পড়েছে ৬১০, ধানের শীষে ২১২ ভোট পড়েছে।