অনলাইন ডেস্ক :
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) পূবাইল এলাকায় একটি রির্সোটে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪৫জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় একটি রির্সোটে নাশকতার পরিকল্পনা নিয়ে মিটিং করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখের নেতৃত্বে ওই রির্সোটে অভিযান চালানো হয়। এ সময় ৪৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।