নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে ২০ বছর বয়সী মাসুদ হোসেন ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রহুল হোসেন।
স্থানীয়রা জানায়, জয়দেবপুর থেকে মোটরসাইকেলে কালিয়াকৈরের নিজ বাড়িতে ফিরছিলেন মাসুদ ও রুহুল। বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে যান। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।