সকে আব্দুলøা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে ৩০ লাখ শহীদের স্মরণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস।

 

বুধবার সকাল ১০টায় গুরুদাসপুর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে গাছের চারা রোপন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম, মাধ্যমিক শিÿা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা ফরেষ্টার মিজানুর রহমান, ওই বিদ্যালয়ের প্রধান শিÿক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, রেজাউল করিম সবুজ প্রমূখ। একযোগে উপজেলায় ১২ হাজার ২৯০টি চারা রোপন করা হয়েছে।