এসকে আব্দুল্লা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর ভিক্ষুক মুক্ত দেশ ঘোষনার অংশ হিসাবে নাটোরের গুরুদাসপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের দুইজন ভিক্ষুকের হাতে দুইলাখ টাকার চেক তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেনের কার্যালয়ে ওই চেক বিতরন করা হয়। ওইসময় সহকারী কমিশনার (ভুমি) গনপতিরায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, এনডিপির পরিচালক মোঃ শাহ আজাদ ইকবাল, প্রকল্প সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শওকত রান লাবু, মোঃ আলাল উদ্দিন ভুট্ট প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের ভিক্ষুক শরিফুল ইসলাম ও বামনকোলা গ্রামের আব্দুল মান্নানকে ওই টাকার চেক তুলে দেওয়া হয়। তাদের গরু, ছাগল ও মাছ ধরার জাল বুননের কাজে লাগানো হবে এবং তাদের দেখভাল করবেন বলে সংস্থাটির ওই কর্মকর্তা জানান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.