গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ওই সময় গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদসহ শিক্ষক- অভিভাবক উপস্থিত ছিলেন। গ্রামের ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে করে টিফিনের সময় বাহিরের কোন খাবার খেতে না হয়। বাহিরের খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। বাহিরের খাবার যাতে না খেতে পারে সে জন্য স্কুল সময়ে স্কুল গেট বন্ধ করে রাখা হয়। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ী থেকে খাবার নিয়ে আসতে নির্দেশ দিয়েছে।