গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে টিএমএসএস এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় শিশু-কিশোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গুরুদাসপুর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে টিএমএসএস এর নাটোর নাটোর বিভাগীয় প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ছাড়াও হাসিনা পারভীন, সামিয়া রশিদ, জাকির হোসন প্রমুখ বক্তব্য রাখেন। শেষে শিশুদের মেধা যাচাই পরীক্ষার ফলাফল ঘোষনা করে পুরস্কার বিতরন করা হয়।