গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
১৯১৭ সালে প্রতিষ্ঠিত নাটোরের গুরুদাসপুরে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনারম্বর আয়োজনে বিদায়-বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপাধ্যক্ষ মো. আবুল কাশেম, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ, অ্যাডভোকেট আতিকুল হক, আব্দুল আলীম, আব্দুল হালিম প্রমুখ। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীরা নবীণদের ফুল দিয়ে বরণ করে নেয়।