বিল্লাল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

সোমবার দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে যান পল্টন থানার এএসআই পলাশ চন্দ্র।

এএসআই জানান, গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের পাশে যাতায়াত পরিবহনের বাসের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। বাসটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসে। বাসটি যখন গুলিস্তানে তাদের শেষ স্টপেজে এসে থামে তখন সব যাত্রী বাস থেকে নেমে যান। এরপর বাসের স্টাফরা ভেতরে পরিষ্কার করতে গেলে পেছনের সিটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে।

তিনি  জানান, তার পকেটে মানিব্যাগ ছাড়া তার সঙ্গে আর কিছু পাওয়া যায়নি। মানিব্যাগে জাতীয় পরিচয় পত্র থেকে তার নাম বিল্লাল হোসেন, বাবার নাম আব্দুল্লাহু আর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বরাটিরচর পাড়া গ্রামে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।