প্রতীকী ছবি
দর্পণ ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক গৃহবধূকে জোর করে মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে বালিয়াকান্দি থানায় একটি মামলা রেকর্ড করা হয়।
ধর্ষিতা গৃহবধূ নিজে বাদী হয়ে গত ১৪ আগস্ট রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। আসামিরা হলো বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের সিরাজ মণ্ডল, মোস্তফা মণ্ডল, ইউনুছ মোল্লা এবং নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোক্তার হোসেন।
গত ৯ আগস্ট উপজেলার নারুয়া বাজারে অবস্থিত একটি এনজিও থেকে কিস্তির ৫০ হাজার টাকা উত্তোলন করে তেকাঠি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরের মধ্যে দু’দিন আটকে রেখে সিরাজ মণ্ডলসহ অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি তাকে ধর্ষণ করে। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে গত ১১ আগস্ট রাত ৯টার দিকে তাকে নারুয়া ইউনিয়নের একটি জায়গায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার অভিভাবকরা সেখান থেকে তাকে উদ্ধার করেন। বালিয়াকান্দি থানা ও মামলা সূত্রে এসব তথ্য জানা গেছে।
আদালতের নির্দেশে মামলাটি বালিয়াকান্দি থানায় রেকর্ড হওয়ার পর পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। আইনি কার্যক্রমও শুরু হয়েছে। মামলাটি তদন্তের জন্য বালিয়াকান্দি থানার এসআই হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান।