দর্পণ ডেস্ক : রাজধানীতে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। শনিবার রাত ১১টার দিকে গেন্ডারিয়া এলাকার একটি স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শাওন (১৮)। সে শ্যামপুর এলাকায় থাকতো। তার বাবার নাম হারুন অর রশিদ। আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গেন্ডারিয়া থানার ওসি (তদন্ত) শেখ আমিরুল ইসলাম বলেন, শনিবার রাত ১১টার দিকে গেন্ডারিয়া এলাকায় একটি স্কুলের পাশে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শাওনকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ রোববার ভোরে তার মৃত্যু হয়।
ওসি জানান, আহত অপর দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সত্যতা উদ্ঘাটনে আমরা কাজ করছি।