ছবিঃ অন্তর্জাল (প্রতীকী)

মৃদু কণ্ঠে, খুবই আলতো করে,
ফিসফিসিয়ে সে বলল,
“শান্ত হও,
গোপন কথাটি যাবে না বলা,
সেটিকে নিরবতা দিয়ে 
মুড়িয়ে রাখা হয়েছে।”