দর্পণ ডেস্ক : বলিউডের প্রযোজক-পরিচালক এবং বালাজি টেলিফিল্মের কর্ণধার একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের বিহারের একটি আদালত। একতা কাপুরের ওটিটি প্ল্যাটফর্ম এএলটি বালাজির ‘টিপল-এক্স’ সিজন-২ ওয়েব সিরিজে ভারতীয় সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হেয় করার অভিযোগ রয়েছে এই প্রযোজকের বিরুদ্ধে।
২০২০ সালে একতা কাপুরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করছিলেন বাগুসারাইয়ের একজন বাসিন্দা ও সাবেক সেনা কর্মকর্তা শম্ভু কুমার। সে সময় অভিযোগে তিনি জানান, ‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজে এক সেনা কর্মকর্তার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। এসব দৃশ্য একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তাকে মর্মাহত করেছে। অবশ্য পরে দুঃখ প্রকাশ করে ওই দৃশ্য সরিয়ে নেয় এএলটি বালাজি, এ বিষয়ে ক্ষমাও চেয়েছিলেন একতা। তবে তাতে বিষয়টি থেমে থাকেনি। শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে কোর্টে হাজিরা দেয়ার কথা ছিল একতা কাপুর ও তার মা শোভা কাপুরের। কিন্তু তারা আদালতে হাজিরা দেননি। আর তাই তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.